Sunday, December 22, 2024
বাড়িখবররাজ্যআর জি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদ জানিয়ে এবার রাস্তায় নামল বাঙালি মহিলা...

আর জি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদ জানিয়ে এবার রাস্তায় নামল বাঙালি মহিলা সমাজ ত্রিপুরা রাজ্য কমিটি

কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্তব্যরত মহিলা ডাক্তারকে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাল বাঙালী মহিলা সমাজ ত্রিপুরা রাজ্য কমিটি। সেইসঙ্গে ঘটনায় যুক্ত সমস্ত অপরাধীদের অবিলম্বে চিহ্নিত ও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায় সংগঠন। শুক্রবার সংগঠনের সদস্যারা এই দাবিতে বিক্ষোভ কর্মসূচী পালন করে রাজধানীর শিবনগর আমরা বাঙালী দলের রাজ্য কার্যালয়ের সামনে। উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্ব। তারা দাবি জানায়, ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে নারীঘটিত যে কোন ঘটনায় যুক্ত অপরাধীর বিচার দ্রুত সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা, অর্থনৈতিকভাবে দ্রুত নারীদের স্বাবলম্বী করার জন্যে কর্মক্ষেত্রেও নারীদের সংরক্ষনের ব্যবস্থা, বিদ্যালয় স্তর থেকেই জুডো, ক্যারাটে ইত্যাদি প্রশিক্ষণের মাধ্যমে নারীদেরকে নিজস্ব নিরাপত্তা রক্ষায় স্বনির্ভর করা, সমস্ত ধরণের নেশা বা ড্রাগ জাতীয় দ্রব্যের উৎপাদন, বিপণন বন্ধ করে মানুষকে বিকল্প কর্মসংস্থানের আওতায় আনার দাবি জানায় তারা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eight − two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য