বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে। হাতে গুনা আর মাত্র কয়েকটা দিন তারপরে ই পূজোর আনন্দে মিতে উঠবে গোটা রাজ্যবাসী। আর তার লক্ষ্যে ইতিমধ্যেই প্রত্যেক ক্লাবে ক্লাবে শুরু হয়ে গেছে পুজোর প্রস্তুতি।শুক্রবার খুঁটিপুজোর মাধ্যমে নেতাজি প্লে সেন্টার শুরু করল তাদের দুর্গাপুজোর প্রস্তুতি।
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে। হাতে গুনা আর মাত্র কয়েকটা দিন তারপরে ই পূজোর আনন্দে মিতে উঠবে গোটা রাজ্যবাসী। আর তার লক্ষ্যে ইতিমধ্যেই প্রত্যেক ক্লাবে ক্লাবে শুরু হয়ে গেছে পুজোর প্রস্তুতি।শুক্রবার খুঁটিপুজোর মাধ্যমে নেতাজি প্লে সেন্টার শুরু করল তাদের দুর্গাপুজোর প্রস্তুতি।
রীতিনীতি ও প্রথা মেনে অনুষ্ঠিত হয় খুঁটি পুজো। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুজো কমিটির সম্পাদক বলেন, এবারের পূজোর থিম হচ্ছে রূপ থেকে রূপান্তর।ফেলে দেওয়া বিভিন্ন সামগ্রী দিয়েই হবে এবারের পুজোর পেন্ডেল। তিনি আরো জানান,পূজোর বাজেট ৪৫ লক্ষ টাকা প্রায়। প্রতিমা শিল্পী রাজ্যের সৈলেন দাস , এবং মন্ডপ শয্যায় রয়েছেন নদিয়ার শিল্পীরা। রাজ্যের শিল্পী দ্বারা আলোকসজ্জা করা হলেও তাতে নতুনত্ব কিছু করার প্রচেষ্টা রয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য ইতিমধ্যেই রাজ্যের একাধিক বড় বাজেটের ক্লাবগুলি পূজো প্রস্তুতি শুরু করে দিয়েছে ।শুক্রবার থেকে শুরু হলো নেতাজি প্লে সেন্টারের পূজো প্রস্তুতি।