Sunday, December 22, 2024
বাড়িখবররাজ্যশপথ নিলেন রাজ্যের নবনিযুক্ত লোকায়ুক্ত ডাক্তার বি কে কিলিকদার

শপথ নিলেন রাজ্যের নবনিযুক্ত লোকায়ুক্ত ডাক্তার বি কে কিলিকদার

দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সকলের সহযোগিতা চাইলেন রাজ্যের নবনিযুক্ত লোকায়ুক্ত ডাক্তার বিভাস কান্তি কিলিকদার। শুক্রবার রাজভবনে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু নতুন লুকায়িত্তকে শপথ বাক্য পাঠ করান ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা ,মুখ্য সচিব জে কে সিনহা ,রাজ্য পুলিশের ডিজি সহ অন্যান্যরা।

রাজ্যের নতুন লুকায়ুক্ত হলেন ডাক্তার বিভাষ কান্তি কিলিকদার। শুক্রবার শপথ গ্রহণ করেন তিনি ।রাজভবনে এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্ডু রাজ্যের নতুন লুকায়ুক্ত ডাক্তার বিভাষ কান্তি কিলিকদারকে শপথ বাক্য পাঠ করান ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা ,রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা ,রাজ্য পুলিশের মহা নির্দেশক সহ অন্যান্য আধিকারিকরা ।এদিন শপথ গ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের নবনিযুক্ত লুকায়ুক্ত ডাক্তার বিভাস কান্তি কিলিকদার জানান, নতুন দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের চেষ্টা করবেন তিনি ।তিনি আরো জানান ,দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে একার পক্ষে কোন কিছু করা সম্ভব নয়। এই ক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন ।সবার সহযোগিতা পাবেন বলে আশা করেন তিনি।

উল্লেখ্য রাজ্যে দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে আনতে চান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা ।এই ক্ষেত্রে লুকায়ুক্তের বিশেষ ভূমিকা রয়েছে।


RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

17 − 10 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য