মঙ্গলবার ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড স্টাডিশেষ ইন এডুকেশন তরফ থেকে এক রক্তদান শিবির আয়োজন করা হয়। রাজধানীর কুঞ্জবন স্থিত ইনস্টিটিউট অফ এডভান্স স্টাডিস ইন এডুকেশন দপ্তর এর হল ঘরে। এদিনের অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, আই এ এস সি কলেজের প্রিন্সিপাল রত্না রায় এবং ত্রিপুরা মেডিকেল কলেজের এসিস্ট্যান্ট প্রফেসর শান্তনু ঘোষ সহ অন্যান্যরা। এদিন মেয়র বক্তব্য রাখতে গিয়ে রক্তদানের মহত্ব তুলে ধরে তিনি জানান ভগবানের তৈরি শ্রেষ্ঠ উপাদান হল রক্ত। আর এই রক্ত কোন জাত, ধর্ম, বর্ণ, চিনে না তাছাড়া যারা রক্তদান করছেন তারা জানেন না তাদের রক্ত কাদের শরীরে যাচ্ছে কোন ধর্মের লোকের কাছে যাচ্ছে, কিংবা কোন পরিবারে যাচ্ছে, অন্যদিকে যে গ্রহীতা তিনিও জানেন না যে রক্ত তিনি গ্রহণ করছেন তা কোন ধর্ম বা কোন জাতের তাই রক্তদানকে মহত্দান হিসেবে বর্ণনা করা হয়। এ দিনের অনুষ্ঠানটি কেন্দ্র করে প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।