Saturday, December 21, 2024
বাড়িখবররাজ্যরাজধানীতে ছাত্র-ছাত্রীদের তিরঙ্গা পদযাত্রা

রাজধানীতে ছাত্র-ছাত্রীদের তিরঙ্গা পদযাত্রা

সোমবার সকালে রাজধানীতে তিরঙ্গা হাতে বর্ণাঢ্য শোভাযাত্রা সামিল হলো এনএসএস এবং স্কাউট অ্যান্ড গাইড এর স্বেচ্ছাসেবকরা। সুদৃশ্য এই তিরঙ্গা অভিযানটি রাজধানীর উমাকান্ত একাডেমী প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব পিকে চক্রবর্তী সহ অন্যান্যরা।

স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে দেশব্যাপী শুরু হয়েছে বিভিন্ন অনুষ্ঠান। কেন্দ্রীয় সরকারের নির্দেশে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর গুলি এই অনুষ্ঠানের আয়োজন করছে ।এরই অঙ্গ হিসেবে সোমবার সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে রাজ্য সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর ।দপ্তরের এনএসএস সেল এবং স্কাউট অ্যান্ড গাইড এর উদ্যোগে এই শোভাযাত্রার আয়োজন করা হয় ।শোভাযাত্রাটি রাজধানীর উমাকান্ত একাডেমী প্রাঙ্গন থেকে শুরু হয় ।শোভাযাত্রায় রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এনএসএস এবং স্কাউট অ্যান্ড গাইড ইউনিটের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। এই প্রসঙ্গে রাজ্য সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের সচিব পিকে চক্রবর্তী জানান, এবছর স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে নয় আগস্ট থেকে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচিগুলির অন্যতম হলো আজকের এই তিরঙ্গা অভিযান। এছাড়াও বিভিন্ন জেলা প্রশাসন এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের উদ্যোগে তিরঙ্গা রান, তিরঙ্গা কনসার্ট, তিরঙ্গা মেলা প্রভৃতি কর্মসূচির আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য এ বছরেরও স্বাধীনতা দিবস উপলক্ষে ১৩ থেকে ১৫ আগস্ট পর্যন্ত প্রতি ঘরে ঘরে জাতীয় পতাকা উত্তোলন করা হবে ।এর পাশাপাশি বিভিন্ন স্থানে তিরঙ্গা সেলফি পয়েন্টের আয়োজন করা হয়েছে ।কর্মসূচি গুলিকে সফল করে তুলতে প্রশাসনের পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

11 + three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য