Friday, September 20, 2024
বাড়িখবররাজ্য৮ টাউন বড়দোয়ালী মন্ডল কমিটির উদ্যোগে বটতলায় স্বচ্ছ ভারত অভিযান

৮ টাউন বড়দোয়ালী মন্ডল কমিটির উদ্যোগে বটতলায় স্বচ্ছ ভারত অভিযান

৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সোমবার স্বচ্ছ ভারত অভিযান করল ৮ টাউন বড়দোয়ালি মন্ডল কমিটি । এদিন রাজধানীর বটতলা এলাকায় হয় এই স্বচ্ছ ভারত অভিযান ।এই অভিযানে অংশগ্রহণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসার ডাক্তার মানিক সাহা ।উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা।

৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে গোটা দেশের সাথে রাজ্যেও হর ঘর তিরঙ্গা অভিযান সহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে ।রাজ্য সরকার এবং জেলা প্রশাসন সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান। এরই অঙ্গ হিসেবে সোমবার স্বচ্ছ ভারত অভিযানের আয়োজন করে ৮ টাউন বড়দোয়ালি মন্ডল কমিটি ।রাজধানীর বটতলা এলাকায় এই স্বচ্ছ ভারত অভিযান সংঘটিত করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা ।এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ স্থানীয় কর্পোরেটর ও অন্যান্যরা ।বটতলার শিব মন্দিরে পুজো দিয়ে সাফাই অভিযানে হাত লাগান মুখ্যমন্ত্রী ।এদিন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা বলেন ,স্বাধীনতা দিবস উদযাপনকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী ১৩ থেকে ১৫ ই আগস্ট প্রতিটি বাড়িতে তিরঙ্গা পতাকা উত্তোলন করা হবে ।মুখ্যমন্ত্রী বলেন ,২০২২ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই কর্মসূচি চালু করেছিলেন ।এর মূল লক্ষ্য ছিল দেশের স্বাধীনতা অর্জনে যে সমস্ত দেশপ্রেমিক নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি সম্মান প্রদর্শন করা ।এই অনুষ্ঠানে আগরতলা পৌর নিগমের ৮ টাউন বড়দোয়ালী মন্ডলের অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটররাও অংশগ্রহণ করেন ।স্বচ্ছ ভারত অভিযান কে কেন্দ্র করে ৮ টাউন বরদোয়ালী মন্ডল কমিটির কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা ছিল লক্ষণীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

12 + seventeen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য