শিক্ষা দপ্তরের গাইডলাইন মতো বৃহস্পতিবার রাজধানীর মহারাণী তুলসীবতী স্কুলে নার্সারি ও কেজি ওয়ানের পড়ুয়াদের জন্য নতুন সময়সীমা চালু হয়েছে। এতে ক্ষোভ ছড়িয়েছে অভিভাবকদের মধ্যে। এদিন স্কুল চত্বরে অভিভাবকরা ক্ষোভ উগরে দিয়ে বলেন, আগে নার্সারির সময়সীমা ছিল সকাল ৭ টা থেকে সাড়ে আটটা পর্যন্ত। কিন্তু বৃহস্পতিবার থেকে এই সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। তাও একেবারে সকাল সাড়ে ছয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত। স্বাভাবিকভাবে এতো সময় শিশুরা কিভাবে থাকবেন সেই প্রশ্ন তুলেছেন শিশুদের মা-রা। এদিন তারা জানান নার্সারির শিশুদের লেখাপড়া কিছুই হয় না স্বাভাবিক ভাবে তারা এতো সময় কি করবেন? আগের সময়টাই ঠিক ছিল। যেখানে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ছুটি হয়ে যায় সাড়ে নয়টায় সেখানে নার্সারির এতো সময় কেন ছোট ছোট শিশুদের? এদিকে এবিষয়ে স্কুলের ভারপ্রাপ্ত এক শিক্ষিকা জানান, শিক্ষা দপ্তরের নির্দেশ মতো এই সময় বাড়ানো হয়েছে। এতে স্কুলের কিছু করার নেই। দপ্তরের নির্দেশের বাইরে তারা যেতে পারবেন না।