পঞ্চায়েত নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। বৃহস্পতিবার তিনি সোনামুড়া মহকুমার কাঠালিয়া ব্লকের উত্তর পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত এলাকায় নিজ ভোট কেন্দ্রে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। ভোট দিয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী বলেন, ডাবল ইঞ্জিনের সরকারের সুবিধা গুলি গ্রামের মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজ যারা করবেন তাদের নির্বাচন হয় বৃহস্পতিবার। ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচন গণতন্ত্রের উৎসব। তিনি বলেন, ৭১ শতাংশ আসন বিজেপি প্রার্থীরা আগেই বিনা প্রতিদ্বন্ধিতায় জয়ী হয়েছেন। গণদেবতাদের তিনি অভিনন্দন ও শুভেচ্ছা জানান।