Monday, December 2, 2024
বাড়িখবররাজ্যএলাকার দুই মাফিয়াকে গ্রেফতারের দাবিতে রাস্তা অবরোধে সামিল হলো বর্ডার গোল চক্কর...

এলাকার দুই মাফিয়াকে গ্রেফতারের দাবিতে রাস্তা অবরোধে সামিল হলো বর্ডার গোল চক্কর এলাকার বাসিন্দারা

রাজধানীর বর্ডার গোলচক্কর এলাকার দুই সমাজদ্রোহীর বিরুদ্ধে আওয়াজ তুললেন এলাকার কতিপয় লোকজন। তারা দুই মাফিয়াকে গ্রেপ্তারের দাবিতে বুধবার পথ অবরোধ করেন বর্ডার গোলচক্কর এলাকায়। ক্ষোভ উগরে দেন দুই সমাজদ্রোহীর বিরুদ্ধে।রাজধানীর বর্ডার গোলচক্কর এলাকায় সমাজদ্রোহী হিসেবে পরিচিত জুটন দাস ও রমজান মিয়া। অভিযোগ মঙ্গলবার রাতে ফের এই দুই দুষ্কৃতকারী রাস্তায় জাহাঙ্গীর হোসেন নামে একজনকে আটক করে মারধর করে। জানা গেছে ইলেকট্রিকের কাজ করা জাহাঙ্গীর বাড়ি ফিরছিলেন।তখনই দুই দুষ্কৃতকারী জাহাঙ্গীরকে মারধর করে মাঠা ফাটিয়ে দেয়। প্রানে মারার হুমকিও দেয়। ঘটনা জানিয়ে পুলিসে মামলা করা হয়েছে। কিন্তু পুলিসের তরফে কোন রকমের তৎপরতা না থাকায় বুধবার সকালে বর্ডার গোল চক্কর এলাকায় পথ অবরোধ করেন আক্রান্ত যুবকের পরিবার ও স্থানীয় কিছু লোক। পথ অবরোধের খবর পেয়ে ছুটে আসে পুলিস। অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। পরে পুলিসের আশ্বাসে পথ অবরোধ তুলে নেন লোকজন। অভিযোগ আক্রমণকারী দুইজনের যন্ত্রণায় অতিষ্ঠ লোকজন। রাতের আঁধারে লোকজনের সঙ্গে দুর্ব্যবহার সহ বিভিন্ন অপকর্মে যুক্ত। অভিযুক্তদের বিরুদ্ধে এর আগেও থানায় অভিযোগ রয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য