দশম জাতীয় হস্ত তাঁত দিবসে রাজধানীর পূর্বাশা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সঙ্গে ছিলেন বিধায়ক কিশোর বর্মণ সহ ত্রিপুরা হস্ততাঁত হস্তকারু উন্নয়ন নিগমের অন্যান্য আধিকারিকরা। টেকসই ভবিষ্যৎ বুনন’ এই থিমকে সামনে রেখে এই বছর হস্ততাঁত দিবস পালন করা হয়। বুধবার পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, ২০১৫ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৭ আগস্ট দিনটিকে জাতীয় হস্ততাঁত দিবস হিসাবে পালন করার ঘোষণা দেন। তার পর থেকে প্রতি বছর ৭ আগস্ট দিনটি জাতীয় হস্ততাঁত শিল্প দিবস হিসাবে পালন করা হয়। নিজেদের হাতে তৈরি সামগ্রী যেন মানুষ ব্যবহার করে তার জন্য প্রধানমন্ত্রী লোকাল ফর ভোকালের ডাক দেন। এদিন পূর্বাশা পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী হস্ততাঁত শিল্পীদের হাতে তৈরি বিভিন্ন ধরনের বস্ত্র ঘুরে দেখেন। বিভিন্ন বিষয়ে খোঁজ নেন।