Thursday, August 7, 2025
বাড়িখবররাজ্যজামজুরি মধ্য পাড়াতে স্বাস্থ্য শিবির

জামজুরি মধ্য পাড়াতে স্বাস্থ্য শিবির

গোমতী জেলার আওতাধীন কাকড়াবন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে গত ১১ মার্চ জামজুরি মধ্য পাড়াতে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় । উক্ত শিবিরে এলাকার মোট ৪৮ জন গ্রামবাসী অংশগ্রহণ করেন । শিবিরে পেটের অসুখ ছিলেন চারজন , জ্বরের রোগী ছিলেন তিনজন এবং অন্যান্য রোগী ছিলেন ৪১ জন । শিবিরে কমিউনিটি হেলথ অফিসার রশ্মিতা সাহা ম্যালেরিয়া , ডায়ারিয়া , যক্ষ্মারোগ , কুষ্ঠরোগ , কোভিড টিকাকরণ , আয়ুষ্মান ভারত , পরিবার পরিকল্পনার সুফল প্রভৃতি বিষয়ের উপর আলোচনা করেন । পরিশেষে রোগীদের সকলকে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয় । পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seven + 11 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য