মা-র সঙ্গে জায়গা নিয়ে বিবাদের জেরে অভিমানী যুবকের আত্মহত্যা। শোকের ছায়া খোয়াইয়ের বনকর এলাকায়। চলতি মাসের ১ তারিখ খোয়াই বনকর এলাকার যুবক সুনন্দন বর্মণের সঙ্গে তাঁর মা-র বিবাদ হয় সম্পত্তি নিয়ে। এর পরেই রাতের বেলা বিষপান করে বৃষ্টির মধ্যে বাড়ির সামনে এসে পড়ে থাকে বয়স ৩৪ এর যুবক সুনন্দন বর্মণ। পরিবারের লোকজন ও পড়শিরা দেখতে পেয়ে দ্রুত জেলা হাসপাতালে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিতে পাঠিয়ে দেন কর্তব্যরত চিকিৎসক। কিন্তু শেষ রক্ষা হয়নি। জিবিতে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে রবিবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়ে সুনন্দন। তাঁর মৃত্যুতে পরিজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এদিনই ময়নাতদন্ত শেষে পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়া হয়। মৃত যুবকের স্ত্রী ও সন্তান রয়েছে।