প্রতিবছর বাড়ছে হেপাটাইটিস রোগীর সংখ্যা। তাই হেপাটাইটিস সম্পর্কে মানুষকে সচেতন করতে জোর দেওয়া হয়েছে।প্রতিবছর ২৮ জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস পালন করা হয়। বিশ্বের সঙ্গে ত্রিপুরায়ও হয় সচেতনতা মূলক কর্মসূচী হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা শাখার উদ্যোগে। এবছরও এর ব্যতিক্রম ঘটেনি। রবিবার সকালে সংগঠনের তরফে বিশ্ব হেপাটাইটিস দিবস উদযাপন করা হয় আগরতলায়। এদিন সকালে আগরতলা উজ্জয়ন্ত প্যালেসের সামনে বের হয় রেলি। এই রোগ সম্পর্কে মানুষকে সচেতন করতে শহরের রাজপথে রেলি বের হয়। সূচনা করলেন বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডাঃ সঞ্জীব দেববর্মা, হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার প্রতিষ্ঠাতা ডাঃ প্রদীপ ভৌমিক সহ বিশিষ্ট জনেরা। এদিনের এই রেলি শহরের বিভিন্ন পথ ঘুরে পুনরায় উজ্জয়ন্ত প্যালেসের সামনে এসে শেষ হয়। এতে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়া সহ সমাজের বিভিন্ন পেসঝার মানুষ।