ত্রিপুরার জন্য গর্বের বিষয়।ত্রিপুরা থেকে এই প্রথম কেউ কোন রাজ্যের রাজ্যপাল হয়েছেন। দেশের বেশ কিছু রাজ্যের রাজ্যপাল নিযুক্তি দিয়েছেন রাষ্ট্রপতি। এর মধ্যে রয়েছেন ত্রিপুরার প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মণ। উনাকে তেলেঙ্গানা রাজ্যের রাজ্যপাল হিসেবে নিযুক্তি দেওয়া হয়েছে। রাজ্যপাল হিসাবে নিযুক্তি পাওয়ায় জিষ্ণু দেববর্মণকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী,কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, সাংসদ বিপ্লব কুমার দেব সহ অন্যরা।উল্লেখ্য, বিজেপি- আইপিএফটি জোট সরকারের উপ-মুখ্যমন্ত্রী ছিলেন জিষ্ণু দেববর্মণ।