পথ দুর্ঘটনা থেমে নেই। যান দুর্ঘটনায় ফের অকালে ঝড়ে গেল দুই প্রাণ।মৃত্যু হল দুই বন্ধুর। ঘটনাটি ঘটে রাজধানীর অভয়নগর এলাকায়। বৃহস্পতিবার রাতে চানমারী রাবার বোর্ড এলাকার বাসিন্দা সানি দাস বন্ধু প্রশান্তকে সাথে নিয়ে ঘুরতে বের হয়। গভীর রাতে সানির বাবার মোবাইলে ফোন যায় দুই বন্ধু স্কুটি নিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে।বর্তমানে তারা জিবি হাসপাতালে রয়েছে। এই খবর পেয়ে পরিবারের লোকজন রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিতে ছুটে যায়। হাসপাতালে গিয়ে পরিবারের লোকজন দেখতে পায় এক জনের মৃত্যু হয়েছে। অপরজন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। শুক্রবার সকালে অপর বন্ধুর মৃত্যু হয়।ময়নাতদন্তের পরে দুই বন্ধুর মৃতদেহ দুই পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘটনায় রাবার বোর্ড এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।তবে কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা জানা যায়নি।পুলিস ঘটনার তদন্ত করছে।