বাংলাদেশে চলছে অস্থির পরিস্থিতি। ছাত্রদের গণতান্ত্রিক আন্দোলনের উপর রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ করে জন জীবনে আইনের শাসন প্রতিষ্ঠা করার দাবি জানাল ত্রিপুরা পিপলস পার্টি।বৃহস্পতিবার দলের তরফে বাংলাদেশের প্রধান মন্ত্রীর উদ্দেশ্যে আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনারের কাছে স্মারকলিপি পেশ। নেতৃত্বে ছিলেন ত্রিপুরা পিপলস পার্টির সাধারণ সম্পাদক প্রবীণ সিংহ। সংরক্ষণ সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গোটা বাংলাদেশের স্বাভাবিক জীবন যাত্রা স্তব্ধ হয়ে পড়েছে। সরকার ছাত্র আন্দোলনের নেতৃত্বের সাথে আলোচনার টেবিলে না বসে উল্টো রাষ্ট্রীয় সন্ত্রাস নামিয়ে আনে বলে অভিযোগ। বুলেটের মুখে ছাত্র আন্দোলনকে দমন করার নীতি গ্রহণ করে। ইতিমধ্যেই চলমান এই আন্দোলনে ছাত্র-যুবক ও সাধারণ নাগরিক সহ দেড় শতাধিক মানুষের মৃত্যু হয়। আহতের সংখ্যা বহু। স্কুল কলেজ, ইন্টারনেট সহ জরুরী সমস্ত পরিষেবা বন্ধ। এধরণের পরিস্থিতিতে শুধু গণ প্রজাতন্ত্রী বাংলাদেশেই নয় পড়শী দেশ ভারতেও তার প্রভাব পরতে শুরু করেছে। কারণ, বেসরকারি সূত্র মতে ভারতের প্রায় ৮০০০ ছাত্র ছাত্রী বাংলাদেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। তাদের ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে পড়েছে। তাই ত্রিপুরা পিপলস পার্টি ছাত্রদের গণতান্ত্রিক আন্দোলনের উপর রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ করে জন জীবনে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে।