চেবরী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের আওতাধীন গৌরাঙ্গটিলা উপস্বাস্থ্যকেন্দ্রের অন্তর্গত গৌরাঙ্গটিলা উচ্চ বিদ্যালয়ের এনএসএস শাখার উদ্যোগে এই বিদ্যালয়ে গত ৮ মার্চ এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় । উক্ত শিবিরে উপস্থিত বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদেরকে স্বাস্থ্য পরীক্ষা করা হয় । এদিন বিদ্যালয়ের মোট ৯১ জন ছাত্রছাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করেন স্বাস্থ্যকেন্দ্রের ভারপ্রাপ্ত মেডিকেল অফিসার ডাঃ রাহুল পাল ও চিকিৎসক ডাঃ দেবল দাস । উক্ত শিবিরে স্বাস্থ্য পরীক্ষার পর সকলকে প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয় । তাছাড়া স্বাস্থ্যকর্মীরা শিবিরে উপস্থিত সকলকে স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীদেরকে পরিষ্কার পরিছন্ন থাকা , রক্তাল্পতা রোধে আয়রন টেবলেট সেবন করা , কোভিড বিধি মেনে চলা নিয়ে পরামর্শ প্রদান করেন । উক্ত শিবিরে উপস্থিত ছিলেন ফার্মসিস্ট প্রদীপ শুরু বৈদ্য , এমপিএস সুশীলা দেববর্মা , সুরবালা দাস , এমপিডব্লিও সমীর দেববর্মা এবং আশা ফেসিলিটেটর রেবা দেব । পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।