Thursday, August 7, 2025
বাড়িখবররাজ্যকুমারঘাট ও মাছমারার মা ও শিশুর টিকাকরণ কর্মসূচি

কুমারঘাট ও মাছমারার মা ও শিশুর টিকাকরণ কর্মসূচি

কুমারঘাট সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের আওতাধীন সুকান্তনগর উপস্বাস্থ্যকেন্দ্রে গত ৯ মার্চ মা ও শিশুর টিকাকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় । উক্ত টিকাকরণে এদিন মোট ৫৩ জন শিশুকে ও ১৩ জন গর্ভবতী মাকে রোগ প্রতিরোধক টিকা প্রদান করা হয় । উক্ত টিকাকরণে সুকান্তনগর উপস্বাস্থ্যকেন্দ্রের এমপিডব্লিও সন্দীপ কান্তি দে ও স্বপ্না দে , আশা ফেসিলিটেটর রিঙ্কু দত্ত এবং আশাকর্মী উপস্থিত ছিলেন । তাছাড়া মাছমারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অন্তর্গত উত্তর মাছমারা উপস্বাস্থ্যকেন্দ্রের অধীন কেসিটি পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রেও গত ৯ মার্চ টিকাকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় । উক্ত টিকাকরণ কর্মসূচিতে মোট পাঁচ জন শিশুকে টিকাকরণ করা হয় । এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এমপিডব্লিও নির্মল চাকমা ও এলাকার আশাকর্মী । দুটি অনুষ্ঠানেই স্বাস্থ্যকর্মীরা টিকাকরণের পাশাপাশি গর্ভবতী মায়েদের কমপক্ষে চারবার প্রাক প্রসবকালীন স্বাস্থ্য পরীক্ষা , শিশুদের নিয়মিত টিকাকরণের উপকারিতা , মা ও শিশুর পুষ্টিকর খাবার গ্রহণের গুরুত্ব , জন্মের এক ঘন্টার মধ্যে শিশুকে মাতৃদুগ্ধ পান করানো , ডেঙ্গু , ম্যালেরিয়া , ডায়ারিয়া ও কোভিড -১৯ প্রতিরোধের উপায় নিয়ে সচেতনতামূলক আলোচনা করেন । পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 + four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য