গান্ধীগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের আওতাধীন লক্ষ্মীলুঙ্গা উপস্বাস্থ্যকেন্দ্রের অন্তর্গত হরেন্দ্রনগর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গত ৯ মার্চ গ্রামীণ স্বাস্থ্য ও পুষ্টি দিবস অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১০ জন মা ও ২৫ জন শিশু । এই অনুষ্ঠানে এমপিডব্লিও রমা পান্ডে ও কমিউনিটি হেলথ অফিসার রোহন দেব উপস্থিত সকলকে ডেঙ্গু , ম্যালেরিয়া , ডায়ারিয়া , যক্ষ্মারোগ ও করোনা সংক্রমণ প্রতিরোধের উপায় এবং শিশুদের নিয়মিত টিককরণ , শিশুর জন্মের পর যথাশীঘ্র সম্ভব মায়ের বুকের দুধ পান করানো নিয়ে পরামর্শ প্রদান করেন । এই অনুষ্ঠানে আশা ফেসিলিটেটর ঝুমা শীল ও অঙ্গনওয়াড়িকর্মী উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে উপস্থিত সকলকে পুষ্টিকর খাবার প্রদান করা হয় । পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।