Tuesday, January 21, 2025
বাড়িখবররাজ্যরেল লাইনের পাশ থেকে রহস্যজনকভাবে এবার উদ্ধার স্টেশনে কর্মরত এক নাইট গার্ডের...

রেল লাইনের পাশ থেকে রহস্যজনকভাবে এবার উদ্ধার স্টেশনে কর্মরত এক নাইট গার্ডের মৃতদেহ

রেল লাইনের পাশে নাইট গার্ডের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য। মৃতের পরিবারের অভিযোগ এটি খুন। ঘটনার তদন্তে নেমেছে আমতলী থানার পুলিস। কমলাসাগর বিধানসভার অন্তর্গত ছনখলা এলাকার বাসিন্দা প্রমোদ কুমার বিশ্বাস। সেকেরকোট রেলওয়ে স্টেশনে প্রতিদিন নাইটগার্ডের কাজ করতো।আর দিনের বেলা অটো রিক্সা চালাতেন। সে অন্যান্য দিনের মত শনিবার সন্ধ্যায় ব্রেল লাইনে যায় ডিউটি করতে। শনিবার গভীর রাতে প্রমোদ কুমার বিশ্বাসের বাড়িতে অজানা একটি ফোন নম্বর থেকে খবর আসে যে রেল লাইনের পাশে তার মৃতদেহ পাওয়া গেছে। সেই খবর পাওয়া মাত্রই তার পরিবারের লোকজনসহ স্থানীয় এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে যায় এবং খবর দেওয়া হয় আমতলী থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে রাতেই ছুটে যায় আমতলী থানার পুলিশ। পরে প্রমোদ কুমার বিশ্বাসের মৃতদেহ উদ্ধার করে হাঁপানিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়ে দেওয়া হয়। রবিবার সকালে মৃত যুবকের পরিবারের লোকজন সহ স্থানীয় এলাকাবাসী ও অটো চালকের সহকর্মীরা আমতলী থানায় এসে খুনের অভিযোগ এনে লিখিত আকারে মামলা দায়ের করে। তাদের অভিযোগ প্রমোদ কুমার বিশ্বাসকে পূর্বপরিকল্পিতভাবে খুন করে সেকেরকোট এলাকায় রেল লাইনের পাশে ফেলে রাখা হয়েছে। তাদের অভিযোগ রেল লাইনের পাশে যুবকের মৃতদেহ যেভাবে দেখতে পেয়েছেন এভাবে রেলে কাটা পড়া দেহ পড়ে থাকে না। রবিবার তার মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনায় আমতলী থানার পুলিশ একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

16 + 16 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য