Friday, May 9, 2025
বাড়িখবররাজ্যশান্তি-সম্প্রীতি-সৌভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে রবিবার থেকে শুরু হল ঐতিহ্যবাহী খারচি পূজা ও মেলা

শান্তি-সম্প্রীতি-সৌভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে রবিবার থেকে শুরু হল ঐতিহ্যবাহী খারচি পূজা ও মেলা

প্রতিবছরের মতো এবারো শান্তি-সম্প্রীতি-সৌভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে ঐতিহ্যবাহী খারচি পূজা শুরু হয়েছে। রবিবার সকালে আগরতলা শহরের অদূরে খয়েরপুরের পুরান হাভেলিতে শুরু হওয়া খারচি উৎসবে দর্শনার্থীদের ভীড় উপচে পড়ছে।ত্রিপুরার উপজাতি সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান হিসেবে পরিচিত এই খারচি উৎসব এখন রাজ্যের সকল মানুষেরই উৎসবে পরিণত হচ্ছে।রাজন্য আমল থেকে প্রচলিত ত্রিপুরার এই ঐতিহ্যবাহী প্রধান উৎসবে যোগ দিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হয়েছেন হাজারো মানুষ।খারচি উৎসবের কেন্দ্রবিন্দু পুরানো হাভেলি এক সময় ত্রিপুরার রাজাদের রাজধানী ছিল। পরে এখান থেকেই রাজধানীকে আগরতলায় স্থানান্তরিত হয়।আগামী সাত দিন চলবে এই উৎসব।রবিবার চিরাচরিত প্রথা অনুযায়ী চৌদ্দ দেবতার বিগ্রহ গুলিকে মন্দির থেকে বের করে আনা হয়। চৌদ্দ জন গালিমের কোলে করে চৌদ্দ দেবতার বিগ্রহের পূজার্চনা সম্পন্ন হয়।দেওয়া হয় গার্ড অব অনার।এরপর রাজ চন্তাইয়ের তত্ত্বাবধানে একে একে চৌদ্দ দেবতার বিগ্রহ গুলি নিয়ে শুরু হয় শোভাযাত্রা। এই বিগ্রহ গুলিকে নিয়ে যাওয়া হয় হাওড়া নদীর ঘাটে। এদিন থেকে সকালে শুরু হয় মূল পূজা। স্নান যাত্রা শেষে ফের বিগ্রহ গুলিকে আনা হয় চৌদ্দ দেবতা বাড়িতে।চৌদ্দ দেবতা বাড়িতে মূল মন্দিরের সঙ্গে নাট মন্দিরে রাখা হয় বিগ্রহ গুলিকে। সেই খানেই ধর্মীয় আচার মেনে রাজচন্তাই পূজা করেন। দেওয়া হয় বলিও।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eight + eight =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য