Saturday, October 19, 2024
বাড়িখবররাজ্যসংবাদ মাধ্যম ও সাংবাদিক বান্ধব মনোভাব নিয়ে কাজ করছে সরকার : তথ্য...

সংবাদ মাধ্যম ও সাংবাদিক বান্ধব মনোভাব নিয়ে কাজ করছে সরকার : তথ্য ও সংস্কৃতি মন্ত্রী

বর্তমান সরকার প্রতিষ্ঠার পর থেকেই সংবাদ মাধ্যম ও সাংবাদিকবান্ধব মনোভাব নিয়ে কাজ করে আসছে । যার প্রতিফলন রাজ্যের সংবাদ জগতের সাথে জড়িতদের কল্যাণে গৃহীত বিবিধ পদক্ষেপের মাধ্যমেই ফুটে উঠেছে । এই ধারা বজায় রেখে বেশি সংখ্যক সংবাদ কর্মীদের স্বাস্থ্য বীমার আওতায় আনার জন্য আজ তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রাজ্য অতিথিশালায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । সভায় তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন , রাজ্য সরকার সংবাদ মাধ্যম এবং সাংবাদিকদের আর্থ সামাজিক উন্নয়নে সদর্থক ভূমিকা নিয়ে কাজ করছে । রাজ্য সরকার সাংবাদিকদের কল্যাণে অচিরেই স্বাস্থ্য বীমার সুবিধা প্রদানের জন্য উদ্যোগ নিয়েছে । যে সকল সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড রয়েছে তাদেরকেই স্বাস্থ্য বীমার সুবিধা দেওয়া হবে । তাই স্বাস্থ্য বীমার সুবিধা যাতে বেশি সংখ্যক সাংবাদিকদের কাছে পৌঁছানো যায় সেজন্য তিনি সভায় উপস্থিত রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্ণধার এবং প্রতিনিধিদের কাছে অনুরোধ জানান । এক্ষেত্রে তিনি বলেন , বর্তমানে যে পরিমাণ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড রয়েছে তার সংখ্যা আরও বাড়ানো সম্ভব । দপ্তরের গাইডলাইন মেনে রাজ্যে সাংবাদিকতার সাথে যুক্ত যোগ্য ব্যক্তিদের দ্রুত অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হবে । তথ্যমন্ত্রী শ্রীচৌধুরী আরও বলেন , স্বাস্থ্য বীমার সুবিধা যাতে সাংবাদিকরা বেশি পরিমাণে পায় তারজন্য মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও যথেষ্ঠ উদার মনোভাব পোষণ করছেন । তিনি সভায় উপস্থিত সকলকে অ্যাক্রিডিটেশন কার্ড প্রদানের ক্ষেত্রে যোগ্য ব্যক্তিদের নাম পাঠানোর উপর বিশেষ জোর দিতে অনুরোধ করেন । সভায় আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার বলেন , অ্যাক্রিডিটেশন কার্ডের সঙ্গে রাজ্য সরকারের ভাবমূর্তি জড়িত রয়েছে । এইক্ষেত্রে এই কার্ডের যেন অবৈধভাবে ব্যবহার করা না হয় সেই দিক দিয়ে দপ্তরকে সুচারু মনোভাব নিয়ে কাজ করতে হবে । সভায় তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব পি কে গোয়েল জানান , অ্যাক্রিডিটেশন পলিসিকে আগামীদিনে সরলীকরণ করার ক্ষেত্রে দপ্তর সকলের প্রস্তাব বিবেচনা করে দেখবে । সভায় অন্যান্যদের মধ্যে আলোচনা করেন বিশিষ্ট সাংবাদিক জয়ন্ত ভট্টাচার্য , জয়ন্ত দেবনাথ , দেবাশিষ ভট্টাচার্য , উত্তম চক্রবর্তী , অভিষেক দে , অচিন্ত ভূইয়া প্রমুখ । আজকের এই সভায় প্রিন্ট , ইলেকট্রনিক , ওয়েব মিডিয়ার প্রতিনিধিগণ উল্লেখযোগ্য সংখ্যায় উপস্থিত ছিলেন । এই সভা পরিচালনা করেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস । এছাড়াও উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের উপ অধিকর্তা সঞ্জিব চাকমা ও দেবাশিষ নাথ সহ অন্যান্যরা ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eleven − seven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য