Saturday, October 19, 2024
বাড়িখবররাজ্যসচেতন নাগরিকরাই সমৃদ্ধশালী সমাজ গঠনে অগ্রণী ভূমিকা গ্রহণ করেন : মুখ্যমন্ত্রী

সচেতন নাগরিকরাই সমৃদ্ধশালী সমাজ গঠনে অগ্রণী ভূমিকা গ্রহণ করেন : মুখ্যমন্ত্রী

সচেতন নাগরিকরাই সমৃদ্ধশালী সমাজ গঠনে অগ্রণী ভূমিকা গ্রহণ করেন । তাই রাজ্য সরকার সমৃদ্ধ মানব সম্পদ গঠনে অগ্রাধিকার দিয়েছে । আজ আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ‘ অন্যতম ’ শীর্ষক চতুর্থ লায়ন্স জেলা সম্মেলনে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব । শুরুতেই অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রদর্শনী ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী । মুখ্যমন্ত্রী বলেন , কর্তব্য ও পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি রাজ্যের অগ্রগতি সম্পর্কে সবার সম্যক ধারণা থাকা প্রয়োজন । অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন , লায়ন্স ক্লাব সুদীর্ঘ সময় যাবৎ বিভিন্ন ইতিবাচক কর্মসূচির সঙ্গে জড়িত । সাধারণ মানুষের মধ্যে সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিদের ইতিবাচক প্রভাব বিদ্যমান । আর এই সদর্থক দিকটিকে কাজে লাগিয়ে বিভিন্ন বিষয়ে জনজাগরণ তৈরিতে তাদের যথার্থ দায়িত্ব গ্রহণ করা প্রয়োজন । পরিচালন ব্যবস্থার শীর্ষে থাকা ব্যক্তি রাজনৈতিক আঙ্গিনা হয়েই সেই পদে আসীন হয়ে থাকেন । এই দৃষ্টিকোণ থেকে প্রবহমান রাজনৈতিক দিক সম্পর্কে সজাগ দৃষ্টি ও সঠিক ব্যক্তি চয়নে যথার্থ পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন । মুখ্যমন্ত্রী বলেন , আগামী ২৫ বছর ত্রিপুরা ঠিক কোন পথে অগ্রসর হতে যাচ্ছে তার একটি রূপরেখা রাজ্য সরকার ইতিমধ্যেই জনসমক্ষে প্রস্তুত করেছে । ত্রিপুরার সম্ভাবনাময় এই দিকগুলিকে কাজে লাগিয়ে আগামীর পথচলা নির্ণয়ে সহায়ক হবে । একদিকে যেমন ভাবী প্রজন্ম তাদের ভবিষ্যৎ কর্মজীবনের একটি স্বচ্ছ দিশা নির্ধারণ করতে পারবেন । তার পাশাপাশি শিল্প , বাণিজ্য ও অন্যান্য ক্ষেত্রেও সম্ভাবনাময় দিকগুলি যথার্থ অনুধাবন দ্বারা সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হবে । অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন , মহিলা ক্ষমতায়ন ও স্বশক্তিকরণ বর্তমান সরকারের অন্যতম প্রাধান্যের ক্ষেত্র । মহিলাদের আত্মমর্যাদা ও সামাজিক নিরাপত্তা সুনিশ্চিতকরণের পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বশক্তিকরণের লক্ষ্যে গুচ্ছ পরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত হচ্ছে । এর ফলশ্রুতিতে পুরুষ ও মহিলাদের আনুপাতিক ব্যবধান হ্রাসের মাধ্যমে বর্তমানে ত্রিপুরায় প্রতি ১ হাজার পুরুষে মহিলার সংখ্যা ১ হাজার ১১। স্বাস্থ্য অবকাঠামোগত উন্নয়ন , অত্যাধুনিক পরিষেবা ও সচেতনতাসমূলক কর্মসূচির ফলশ্রুতিতে প্রাতিষ্ঠানিক শিশু জন্মহারে এসেছে উল্লেখযোগ্য সাফল্য । এরই অঙ্গ হিসেবে কমেছে গর্ভবতী মা ও শিশুর মৃত্যুর হার । মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে রাজ্য সরকার । মুখ্যমন্ত্রী বলেন , প্রধানমন্ত্রীর আন্তরিকতায় ও দূরদর্শী নেতৃত্বে উত্তর পূর্বাঞ্চলের যে বিকাশ ধারা প্রতিফলিত হচ্ছে তার সুফল পাচ্ছে ত্রিপুরাও । বর্তমানে উত্তর পূর্বের রাজ্যগুলি হাতে হাত ধরে সার্বিক বিকাশের পথে ক্রম অগ্রসরমান । মহিলাদের সামাজিক অংশীদারিত্ব বৃদ্ধি , ক্ষমতায়ন এবং সম্মান প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর দিশা নির্দেশনায় গৃহীত বিভিন্ন ইতিবাচক বলিষ্ঠ পদক্ষেপ সর্বশেষ কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলে মহিলারা তার প্রতি নৈতিক সমর্থন জাহির করেছেন । সদ্য প্রকাশিত বিধানসভাগুলির ফলাফল থেকে তা অনেকাংশে অনুমেয় । শিক্ষা , স্বাস্থ্য সহ প্রায় প্রতিটি ক্ষেত্রেই সাফল্যের নিরিখে এসেছে অগ্রগতি । এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন সুনীল কুমার , পাস্ট ইন্টারন্যাশনাল ডিরেক্টর লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

14 + 18 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য