প্রতিবেশী যুবককে মারধরের অভিযোগে গ্রেপ্তার দুই ভাই। মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হয়। ঘটনাটি ঘটে ৬ জুলাই রাতের বেলা। অভিযোগ আগরতলা টাউন ইন্দ্রনগর সংহতি সংঘ এলাকার বাসিন্দা নীলিমা দেবনাথ এর ছেলে প্রণব ভৌমিককে মারধর করে প্রতিবেশী দুই যুবক। ঘটনায় আহত প্রণব ভৌমিককে হাসপাতালে নিয়ে ছিকিরতসা করাতে হয়। ঘটনার পর অভিযুক্তদের বিরুদ্ধে পূর্ব আগরতলা থানায় মামলা দায়ের করেন আক্রান্তের মা। পুলিস মামলা নিয়ে তদন্তে নেমে গ্রেপ্তার করে তপন ও রজত ঘোষ নামে দুইজনকে। মঙ্গলবার ধৃত দুইজনকে আদালতে সোপর্দ করে পুলিস।