সাত সকালে নিজ বাড়ির পাশে এক বৃদ্ধ মহিলার অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত মহিলার নাম আল্পনা দাস। বয়স আনুমানিক সত্তর বছর। ঘটনাটি ঘটে সোমবার খয়েরপুর চাম্পামুড়া এলাকায়। জানা গেছে ছেলের সঙ্গেই থাকতেন মহিলা। মহিলা কিছুটা মানসিক ভারসাম্য হীন ছিলেন। চিকিৎসক দেখিয়ে সুস্থও করে তোলা হয়। কিন্তু দুই তিন মাস আগে ফের সমস্যা হয়। চিকিৎসক দেখিয়ে ওষুধ খাওয়ানো হলেও সুরাহা হচ্ছিল না। সোমবার সকালে নিজ বাড়ির পাশে মহিলার পুত্রবধূ ধোঁয়া দেখতে পায়। তিনি সেখানে গিয়ে দেখেন শাশুড়ির অগ্নিগ্ধ অবস্থায়। মহিলার চিৎকারে অন্য লোকজন ছুটে আসেন ততক্ষনে সব শেষ। ঘটনার খবর পেয়ে ছুটে যায় পুলিস। মৃতদেহ উদ্ধার করে জিবিতে নিয়ে আসেন। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ধারণা আত্মহত্যা করেছে হয়তো মহিলা। তবে ঘটনার তদন্ত করছে পুলিস।