শিক্ষা ছাড়া সমাজের উন্নয়ন সম্ভব নয়। শিক্ষাই সুস্থ মানুষ ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে সাহায্য করে। আজ আগরতলা নন্দননগর ডন বোসকো স্কুলের রৌপ্য জয়ন্তী অ্যানেক্সের সাক্ষ্য হিসাবে নার্সারি থেকে ক্লাস টু স্টেজের জন্য নির্মিত নতুন ব্লকের উদ্বোধন করে একথা বলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে রাজ্যপাল দেশের শিক্ষা প্রসারে খ্রিস্টান মিশনারিদের অবদান তুলে ধরে বলেন রাজ্যও ডন বস্কো স্কুলগুলি উন্নত শিক্ষাদানে প্রচেষ্টা ও দুর্দান্ত শিক্ষা পরিষেবা প্রদান যা রাজ্যে শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই প্রয়াসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি স্কুল পরিচালন কারীদের প্রতি আহ্বান রাখেন। অনুষ্ঠানে স্কুলের বৃত্তান্ত তুলে ধরে বক্তব্য পেশ করেন অধ্যক্ষ ফাদার সেবাস্তিয়ান পালাট্রি। তিনি বলেন 1997 সালে ২৫২ জন শিক্ষার্থী নিয়ে প্রতিষ্ঠিত ডনবোস্কো স্কুল এখন নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ২৩৮০ জন ছেলে মেয়ে পড়াশোনা করছে। অনুষ্ঠানের উপস্থিত ছিলেন সহ অধ্যক্ষ ফাদার দীনেশ নারজারি স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রী। অনুষ্ঠানে স্কুলের পক্ষ থেকে রাজ্যপাল নবনির্মিত নার্সারি স্কুল ব্লকের নির্মাণ কাজের সঙ্গে যুক্ত আগরতলা ইউরেকা আইকনিক গ্রুপের কর্ণধার সুস্মিতা সাহাকে সংবর্ধনা জ্ঞাপন করেন।