২৩ শে জুন গোটা দেশের সাথে রাজ্যে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস। এই দিনটিকে কেন্দ্র করে এক ব্যতিক্রমী কর্মসূচি দেখা গেল ১৮ সূর্যমনি নগর বিধানসভা কেন্দ্রে। এদের এলাকার বিধায়ক রামপ্রসাদ পালের উদ্যোগে উদয়স্থ নামক জনকল্যাণ পদযাত্রা শুরু হয় যা চলবে আগামী ৬ জুলাই পর্যন্ত। এদিনের পদযাত্রাটি শুরু হয় ১৮ সূর্যমনি নগর বিধানসভা কেন্দ্রের ১৬নং বুথের রেল চৌমুহনী থেকে। এদিনের কর্মসূচি প্রসঙ্গে এলাকার বিধায়ক তথা মন্ত্রী রামপ্রসাদ পাল সংবাদ মাধ্যমকে জানান এই পদযাত্রার মূল লক্ষ্য হলো যেহেতু আমি এলাকার বিধায়ক এলাকার কার্যকর্তারা যেহেতু এই এলাকায় কাজ করছে তাই এলাকার মানুষদের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করা এবং তাদের কাছ থেকে জেনে নেওয়া যে উনার বিধায়ক কালে এলাকার মানুষ কেমন রয়েছেন ও যদি কেউ অসুবিধায় রয়েছেন তাহলে তাদের কি কি সমস্যা রয়েছে সে বিষয়ে অবগত হওয়া এবং আগামী দিনে সেই সমস্যা দূরীকরণের মধ্য দিয়ে তাদের পাশে থাকা। এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে দলীয় কার্যকর্তাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।