পৃথক রাজ্যের দাবিতে দিল্লি অভিযান কে সামনে রেখে শনিবার আইপিএফটি দলের একদিনের কেন্দ্রীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে দলের ৩৩ টি বিভাগীয় কমিটির রিপোর্ট বিশ্লেষণের মধ্য দিয়ে আগামী দিনের রাজনৈতিক রণকৌশল নির্ধারণ করা হয়।এডিসি এলাকাকে নিয়ে পৃথক রাজ্য গঠনের দাবিতে ২০০৯ সালের ৪ মার্চ থেকে রাজনৈতিক আন্দোলন শুরু করেছে ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা বা আইপিএফটি। ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে বর্তমানে রাজ্যের উপজাতি ভিত্তিক অন্যতম রাজনীতিক এই দলটি বিজেপির সাথে জোটবদ্ধ হয়ে সরকার পরিচালনা করছে শনিবার আইপিএফটি দলের এক দিবসীয় কেন্দ্রীয় কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয় রাজধানীর দশরথ প্রেক্ষাগৃহে এই সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে দলের বিভিন্ন শাখা সংগঠনের প্রতিনিধি সহ ৩৩ টি বিভাগীয় কমিটির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন সম্মেলনে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রেম কুমার রিয়ান কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক তথা রাজ্যের মন্ত্রী শুক্লাচরণ নোয়াদিয়া সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা সহ-সভাপতি কৃষ্ণকান্ত জমাতিয়া প্রাক্তন বিধায়ক সিন্ধু চরণ জমাটিয়া ইয়থ আইপিএফটি সভাপতি বিকাশ দেববর্মা প্রমূখ এই সম্মেলনে পৃথক রাজ্য গঠনে আসন্ন দিল্লি অভিযানকে সামনে রেখে বিস্তারিত আলোচনা হয় পাশাপাশি দলের তেত্রিশটি বিভাগীয় কমিটির রিপোর্ট নিয়ে আলোচনা হয় সংশ্লিষ্ট রিপোর্ট গুলির আলোচনার ভিত্তিতে দলের আগামী দিনের রওনা কৌশল নির্ধারণ করা হয় এদিন দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রেম কুমার রিয়ান এই সংবাদ জানান। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইপিএফটির কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রেম কুমার রিয়াং আরো জানান পাহাড়ের দল যথেষ্ট শক্তিশালী রয়েছে দলকে কেউ দুর্বল ভাবলে ভুল করবেন তিনি আরো জানান আসন্ন ভিলেজ কমিটি নির্বাচন কে সামনে রেখে দল প্রস্তুতি শুরু করেছে।