২১শে জুন তারিখটি গোটা বিশ্বে আন্তর্জাতিক যোগা দিবস হিসেবে পালিত হয়। আধ্যাত্মিকতার মধ্যে বিলীন হয়ে শড়ির চর্চার মধ্য দিয়ে দৈহিক সুস্থতার লক্ষ্যই হলো এই যোগা দিবসের উদ্দেশ্য। ২০১৪ সালের ২৭ এ সেপ্টেম্বর রাষ্ট্রসঙ্ঘে ভাষণ দেওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি একুশে জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগা দিবস হিসেবে ঘোষণা দেওয়ার প্রস্তাব পেশ করেন। এবছর অর্থাৎ ২০২৪ সালে যোগা দিবসের থিম হলো “নিজের এবং সমাজের জন্য যোগব্যায়াম”।এবং এই থিমকে মান্যতা দিয়ে ভারতিয় যোগার অমৃতসুধাকে বিশ্বের দরবারে আরো ঊর্ধ্বে তুলে ধরতে উদ্যোগে পালিত হয় ১০ তম আন্তর্জাতিক যোগা দিবস। উক্ত যোগা দিবসে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু, আসাম রাইফেল ময়দানে এই দিনের যোগা দিবসে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আসাম রাইফেলসের জোয়ানরা। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু বলেন যোগার মধ্যে দিয়ে ব্যক্তির জীবনকে রোগমুক্ত ও সুন্দর করে তোলা এবং যোগা অর্থাৎ সমাজের প্রতিটি ব্যক্তির মধ্যে এক আত্মিক যোগসূত্র গড়ে তোলাই হল মূল লক্ষ্য । শুক্রবার সকালে আসাম রাইফেলস ময়দানে রাজ্যপাল সহ আসাম রাইফেলস এর জওয়ানরা যোগ ব্যায়ামে অংশগ্রহণ করে।