কলেজগুলিতে গেস্ট লেকচারাররা নিয়মিত বেতন পান না। প্রতি বছর ইন্টারভিউ দিয়ে তাদের কাজে যোগ দিতে হয়। এসব বন্ধ করতে হবে। এই দাবি তুলেছে অল ত্রিপুরা গেস্ট লেকচারার এসোসিয়েশন। বৃহস্পতিবার তাদের তরফে এক প্রতিনিধি দল শিক্ষা ভবনে উচ্চ শিক্ষা দপ্তরের অধিকত্তার কাছে ডেপুটেশন দেয় । একইসঙ্গে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখায়। তাদের দাবি গেস্ট লেকচারারদের কাজের স্থায়িত্ব প্রদান করতে হবে। প্রতি মাসের প্রথম সপ্তাহে বেতন দিতে হবে। সেই সঙ্গে তাদের আরো একটি দাবি হচ্ছে যেহেতু কলেজগুলিতে শিক্ষক স্বল্পতা রয়েছে তাই তাদের স্টেট এইডেড এসিস্টেন্ট প্রফেসর হিসাবে নিয়োগ করতে হবে। তাদের দাবির প্রেক্ষিতে উচ্চ শিক্ষা দপ্তর কোনো ব্যবস্থা নেয় কিনা সেটাই দেখার।