হোস্টেলের খাবার খেয়ে বিদ্যালয়ে আসার পর অসুস্থ হয়ে পড়ে বহু ছাত্রী, এখন অবধি ৯ জন ছাত্রীকে পাঠানো হয়েছে আগরতলা জিবি হাসপাতালে। ঘটনা রাজধানীর বোধজং গার্লস বিদ্যালয়ে। এই ঘটনা প্রসঙ্গে বিদ্যালয়ের টিসিএস সংবাদমাধ্যমকে জানান এই বিদ্যালয়ের ছাত্রীরা ইন্দ্রনগরস্থিত মহারাজা হোস্টেল তুলসীবতি ১,২ এবং বি আর আম্বেদকর ছাত্রী আবাসে থাকেন, বিশেষ করে মহারাজা হোস্টেল থেকে আগত ছাত্রীরা বিদ্যালয়ে আসার পরে কারোর পেটে ব্যথা এবং কারোর মাথা ঘোরানোর সমস্যা দেখা দেয় সঙ্গে সঙ্গে বিদ্যালয় কর্তৃপক্ষ এম্বুলেন্স কল করে অসুস্থ ছাত্রীদের তড়িঘড়ি করে পাঠিয়ে দে আগরতলা জিবি হাসপাতালে, তাদেরকে জিজ্ঞাসা করা হলে এরা জানিয়েছে কেউ ডালভাত খেয়েছে এবং কেউ চিপস খেয়েছে তৎক্ষণাৎ কোনপ্রকার সমস্যা না হলেও বিদ্যালয়ে আসার পর দেখা দেয় সমস্যা। তারপর বিদ্যালয়ের ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের সহযোগিতায় অসুস্থ ছাত্রীদের পাঠানো হয় জিবি হাসপাতালে। এই ঘটনার খবর পেয়ে বিদ্যালয়ের ছুটে এসেছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরাও। তাছাড়া গুরুতর অসুস্থ হয়েছে দুইজন ছাত্রী এবং অসুস্থ ছাত্রীর সংখ্যা বাড়তে পারে বলেও জানিয়েছেন তিনি। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বিদ্যালয়ের চত্বরে।