আইন সংক্রান্ত বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে গতকাল সিপাহীজলা জেলা আইন সেবা কর্তৃপক্ষের উদ্যোগে বক্সনগর সমর স্মৃতি মিলনায়তনে এক আইনী সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় । সিপাহীজলা জেলা ও দায়রা জজ এস বি দত্ত প্রদীপ প্রজ্জ্বলন করে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন । অনুষ্ঠানে তিনি আইনী সচেতনতা শিবিরের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন । অনুষ্ঠানে তিনি ছাড়াও বক্তব্য রাখেন বক্সনগর ব্লকের বিডিও ধৃতি শেখর রায় ও বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় সরকার । স্বাগত ভাষণ দেন সিপাহীজলা জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সর্বজিৎ চৌধুরী । ধন্যবাদসূচক বক্তব্য রাখেন সিপাহীজলা জেলা আইন সেবা কর্তৃপক্ষের সচিব দিব্য প্রকাশ মিশ্র । উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের শিল্পীরা । অনুষ্ঠানে সোনামুড়া মহকুমা প্রশাসন থেকে ২ জনকে এসসি , ৪ জনকে পিআরটিসি এবং ২ জনকে বিবাহ নিবন্ধন সার্টিফিকেট আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয় । এছাড়া কৃষি দপ্তর থেকেও ২ জন কৃষকের হাতে স্প্রে মেশিন তুলে দেওয়া হয় । শিবিরে বিভিন্ন দপ্তর থেকে ১০ টি প্রদর্শনী স্টল খোলা হয় ।