দ্রুত চাকরি প্রদানের দাবিতে মঙ্গলবার আবারও শিক্ষা ভবনের সামনের বিক্ষোভ কর্মসূচি করে টেট পরীক্ষায় পাস চাকরি প্রত্যাশী। ২০২২সালে ত্রিপুরা রাজ্যের ৩৬১শিক্ষকতার চাকরি প্রত্যাশী টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়। পরীক্ষায় পাস করার প্রায় দু বছর অতিক্রান্ত হওয়ার পরও কোন এক অজ্ঞাত কারণে এই সকল চাকরি প্রত্যাশীদের শিক্ষক পদে নিয়োগ করা হচ্ছে না। মেধা থাকার পর কেন তাদের চাকরি হচ্ছে না তা জানতে এবং অবিলম্বে তাদের শিক্ষক পদে নিয়োগ করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাদের বক্তব্য কেন তাদেরকে চাকরি প্রদানে দেরি করা হচ্ছে সরকার থেকে যেন বিষয়টি স্পষ্ট করা হয়। এই দাবি নিয়ে তারা একাধিকবার রাজধানী আগরতলার অফিস লেন এলাকার শিক্ষা দপ্তরের অফিস শিক্ষা ভবন ঘেরাও করে বিক্ষোভ দেখায়। কিন্তু তাদের আন্দোলনের নিট ফল এখন পর্যন্ত শূন্য বলেই হতাশার সুরে জানান অনেকে। দ্রুত চাকরিতে নিয়োগের দাবিতে তারা আবার মঙ্গলবার ছিটকাবো ভবনের সামনে এস এ বিক্ষোভ প্রদর্শন করে এবং জানতে চায় কবে নাগাদ তাদের চাকরি হবে। তারা এদিনও রাজ্য শিক্ষা দপ্তরের ভাররপ্রাপ্ত মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহার কাছে জানতে চায়।। পাশাপাশি দ্বারা শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে জানতে চায় কবে তাদের চাকরি হবে। তাদের আরো অভিযোগ সরকারের আইনি জটিলতার কারণে চাকরি প্রদানে কিছুটা দেরি হতে পারে, যদি এমন কিছু হয়ে থাকে তাহলে তবে তাদেরকে যেন এই বিষয়ে অবগত করা হয়। তাদের অভিযোগ সরকার এই বিষয়ে তাদের সঙ্গে আলোচনায় বসে। তাদের আরো অভিযোগ সরকার তাদের সঙ্গে ঠিক ভাবে কথা বলছে না।