মৎস্য দপ্তরের পর শুক্রবার তপশিলি জাতি কল্যাণ দপ্তরের রাজ্যভিত্তিক পর্যালোচনা বৈঠক করলেন দপ্তরের মন্ত্রিস সুধাংশু দাস। বিগত অর্থ বর্ষের বাজেট ভিত্তিক সাফল্য এবং ব্যর্থতা ও চলতি অর্থ বর্ষের বাজেট উল্লেখিত কাজগুলির রূপরেখা নির্ধারণের জন্যই এই রাজ্যভিত্তিক বৈঠক ডাকা হয়েছে ।এদিন এমনটাই জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। শুক্রবার গোর্খাবস্তি স্থিত তপশিলি জাতি কল্যাণ দপ্তরের রাজ্যভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় ।জনজাতি কল্যাণ দপ্তরের কনফারেন্স হলে আয়োজিত হয় এই বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, দপ্তরের আধিকারিক সহ ৮ জেলার আধিকারিকরাও। বৈঠকে ২০২৩-২৪ অর্থ বর্ষের কাজকর্ম নিয়ে বিস্তারিত আলোচনা হয় ।বাজেটে উল্লেখিত যে সমস্ত কাজকর্ম সম্পূর্ণ করা যায়নি সেগুলোকে দ্রুত সম্পন্ন করার রূপরেখা তৈরি করা হয়। পাশাপাশি ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উল্লেখিত প্রকল্প গুলি দ্রুথ সম্পন্ন করার লক্ষ্যে রূপরেখা তৈরি করা হয় ।এদিন এই রাজ্যভিত্তিক পর্যালোচনা বৈঠক প্রসঙ্গে মন্ত্রী সুধাংশু দাস জানান ,অন্যান্য আর্থিক বর্ষের মত এবারও তপশিলি জাতিভুক্ত ছাত্র-ছাত্রীদের স্টাইপেন্ড প্রদান করা হবে। ছাত্রাবাসগুলির পরিকাঠামোগত উন্নয়ন নিয়েও এই পর্যালোচনা বৈঠকে বিস্তারিত আলোচনা করা হবে ।পাশাপাশি একাধিক নতুন প্রকল্প চালু হতে চলেছে ।এই প্রকল্পগুলি রূপায়ণে রূপ রেখা নির্ধারণ করা হবে বলেও জানান মন্ত্রী সুধাংশু দাস। জানা গেছে রাজ্যভিত্তিক পর্যালোচনা বৈঠকে দপ্তরের জেলা আধিকারিকরা তাদের কাজকর্মের রিপোর্ট প্রকাশ করেন ।বৈঠকে তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস প্রকল্প বাস্তবায়নে আধিকারিকদের লক্ষ্যমাত্রা বেধে দেন ।আগামী চার মাস পরে আরো একটি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হবে ।এই বৈঠকে লক্ষ্যমাত্রা পূরণে আধিকারিকরা কতটা সফল হলেন তা খতিয়ে দেখা হবে।