জাতীয় সেবা প্রকল্পের ( এনএসএস ) স্বেচ্ছাসেবকদের ভালো মানুষ হিসেবে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে । বিভিন্ন সেবামূলক কাজে নিজেকে আত্মনিয়োগ করতে হবে । আজ জিরানীয়ার শচীন্দ্রনগরস্থিত সংহতি বিদ্যামন্দির দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এনএসএস – এর উদ্যোগে এক রক্তদান শিবিরে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এ আহ্বান জানান তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী । তিনি বলেন , ভারতবর্ষে প্রতি দুই সেকেন্ডে এক ইউনিট রক্তের প্রয়োজন । প্রতিদিন প্রায় ৩৮ হাজার ইউনিট রক্তের প্রয়োজন হয় । রক্তের ব্যাপক চাহিদা রয়েছে । তাই প্রতিনিয়ত রক্তদানের মাধ্যমে এই চাহিদা পূরণের লক্ষ্য রাখতে হবে । এনএসএস – এর কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন , মানব ধর্ম পালনই হলো এনএসএস – এর মূল উদ্দেশ্য । এনএসএস – এর স্বেচ্ছাসেবকগণ বিভিন্ন সেবামূলক কাজের সাথে যুক্ত রয়েছেন । শুধু রক্তদানই নয় বিপর্যয় মোকাবিলায় তাদের দেখা যায় মানবজাতির কল্যাণে সেবা করতে । জাতীয় সেবা প্রকল্পের উদ্যোগে ৭ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে এই বিদ্যালয়ে । অনুষ্ঠানের শুরুতে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে স্বামীজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী । স্বাগত ভাষণ দেন এনএসএস – এর প্রোগ্রাম অফিসার দিপিকা শীল । অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিরানীয়া নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন রতন কুমার দাস , জিরানীয়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান প্রীতম দেবনাথ , বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান রবি রঞ্জন চক্রবর্তী , বিদ্যালয়ের প্রধান শিক্ষক জওহরলাল সরকার প্রমুখ ।