Saturday, December 21, 2024
বাড়িখবররাজ্য৫ জুলাই পাঁচ মিনিটে ৫ লক্ষ বৃক্ষ রোপন হবে :- অনিমেষ

৫ জুলাই পাঁচ মিনিটে ৫ লক্ষ বৃক্ষ রোপন হবে :- অনিমেষ

বৃক্ষরোপণ মাস হিসেবে ৫ জুলাই ৫ মিনিটে রাজ্যে পাঁচ লক্ষ চারা গাছ রোপন করার সিদ্ধান্ত নিয়েছে বনদপ্তর। এদিন এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। তিনি আরো জানান, খোয়াই জেলার তুলাশিখর ফরেস্ট রেঞ্জ এলাকায় উত্তর পূর্বাঞ্চলের মধ্যে বৃহৎ ফুলের বাগান গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহন করেছে বনদপ্তর । রাজ্যের বনভূমিকে নতুন আঙ্গিকে সাজিয়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে বনদপ্তর। এই লক্ষ্যেই আগামী পাঁচ জুলাই বনমহোৎসব মাসের অঙ্গ হিসেবে রাজ্যে পাঁচ মিনিটে পাঁচ লক্ষ চারা গাছ রোপনের সিদ্ধান্ত গ্রহণ করেছে বনদপ্তর ।বনদপ্তরের দায়িত্ব পাওয়ার পর মঙ্গলবার মহাকরণে প্রথম সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা ।তিনি জানান এর জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজ্যের সব কটি দপ্তর, স্কুল, কলেজ, এনজিও, ক্লাব ও সামাজিক সংগঠনগুলিকে এই মহা বনসৃজন কর্মসূচিতে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে বলে জানান তিনি ।এর জন্য সংশ্লিষ্টদের কাছে চারা গাছ পৌঁছে দেওয়া হবে বলে জানান মন্ত্রী অনিমেষ দেববর্মা।সাংবাদিক সম্মেলনে মন্ত্রী আরো জানান ,রাজ্যে একটি বড়োসড়ো ফুলের বাগান তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে বনদপ্তর ।উত্তর পূর্বাঞ্চলের মধ্যে বৃহত্তম হবে এই ফুলের বাগান ।কাশ্মীরের মত এই ফুলের বাগানে বারো মাস ফুল ফুটবে।এর জন্য খোয়াই জেলার তুলাশিকর ফরেস্ট রেঞ্জের অধীন পূর্ব তকচাই এডিসি ভিলেজে জমি চিহ্নিতকরণ হয়ে গেছে। অবিলম্বে এই ফুল বাগান তৈরির কাজ শুরু করা হবে বলে জানান বন মন্ত্রী। সাংবাদিক সম্মেলনে মন্ত্রী আরো জানান ,জাতীয় সড়ক প্রশস্তিকরনের কাজে বিশাল অংশের গাছ কাটা হচ্ছে ।সম পরিমাণ গাছ লাগিয়ে এর শূন্যস্থান পূরণ করা হবে ।এই ক্ষেত্রে কৃষ্ণচূড়া ,রাধাচূড়া মত ফুল গাছের সাথে বিভিন্ন ফলের গাছও লাগানো হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

10 − five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য