Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্য১৪০ কোটি ভারতবাসীকে নিয়ে বিশ্বের দরবারে ভারতবর্ষকে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে বিজেপি...

১৪০ কোটি ভারতবাসীকে নিয়ে বিশ্বের দরবারে ভারতবর্ষকে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে বিজেপি নেতৃত্বাধীন এন ডি এ সরকার কাজ করবে – সুবল

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ তৃতীয়বারের মত শপথ গ্রহণ করবেন। এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি রবিবার সন্ধ্যা ৮টায় রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শপথ বাক্য পাঠ করাবেন। অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল এবং ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকসহ অন্যান্য বিদেশি নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন। এই ঐতিহাসিক সন্ধিক্ষণ নিয়ে প্রদেশ বিজেপির সহ-সভাপতি সুবল ভৌমিক সংবাদ মাধ্যমকে নিজ প্রতিক্রিয়ায় জানান স্বাধীনতার পর দ্বিতীয় কোন প্রধানমন্ত্রী তৃতীয় বারের মতো প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন, কেননা উনার 10 বছরের শাসনকালে জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে ১৪০ কোটি ভারতবাসীকে একত্রিত করে যেভাবে নেতৃত্ব দিয়েছেন তা প্রশংসনীয় এবং আগামী দিনেও সকলকে নিয়ে সকল ভারতবাসীর জন্য, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং বিশ্বের দরবারে ভারতবর্ষকে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে বিজেপি নেতৃত্বাধীন এন ডি এ সরকার কাজ করে যাবেন বলে আশা ব্যক্ত করেন। তার পাশাপাশি তিনি আরো বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার উপর সম্পূর্ন আস্থা রেখেছিলেন তারই ফলস্বরূপ লোকসভা নির্বাচনে দুটি আসন বিপুল ভোটে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হাত শক্ত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীকে উপহার দিয়েছেন। তাই বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের শাসনকালে ত্রিপুরা রাজ্যের যে উন্নয়নের ধারা বয়ে চলছে তা আরো ত্বরান্বিত হবে বলে জানিয়েছেন তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

sixteen + 15 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য