প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে স্বাস্থ্য সচেতনামূলক আলোচনা এবং বিনামূল্য স্বাস্থ্য শিবিরের শুভ সূচনা করা হয় আগরতলার স্থিত দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব। সেই দিনের স্বাস্থ্য সচেতনতা মূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নয় বনমালীপুর বিধানসভার বিধায়ক গোপাল রায়, দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের সভাপতি চিত্তরাঞ্জন সাহা, আগরতলা ক্লাব ফোরামের চেয়ারম্যান সঞ্জয় পাল, ক্লাব ফোরামের সভাপতি প্রণব সরকার, সাধারণ সম্পাদক দেবাশীষ ভট্টাচার্য, কার্ডিয়াক সার্জেন ডক্টর কুনাল সরকার কার্ডিওলজি, ডক্টর প্রণবেশ চক্রবর্তী, ডায়াবেটিস ডক্টর উত্তীয় গুপ্ত,। এই দিনের স্বাস্থ্য শিবিরে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক গোপাল রায় বলেন জনগণের পাশে দাঁড়িয়ে আগরতলা চিত্তরঞ্জন ক্লাব সামাজিক কর্মসূচি করে যাচ্ছেন বিগত কিছুদিন আগে রক্তদানের মতন মহৎ কর্মসূচি পালন করেছেন বর্তমানে রাজ্যে ব্লাড ব্যাংক গুলিতে রক্তের স্বল্পতা রয়েছে এই পরিস্থিতিতে এই ক্লাব সামাজিক কর্মসূচিতে তাদের অবদান রেখে চলছেন। তিনি আরো বললেন বিগত ১৫ বছর আগে বিধায়ক থাকাকালীন ক্লাবকে বিভিন্ন সরঞ্জাম সহ এম্বুলেন্স প্রদান করেছেন বর্তমানেও তিনি সেই কাজ করে যাবেন পাশাপাশি তিনি আর বলেন তিনি এলাকার বিধায়ক হয়েছেন এই এলাকার জনগণের কারণে তাই এই এলাকার তিনি একজন দারোয়ান। এইদিনের স্বাস্থ্য শিবিরে চিকিৎসা পরিষেবা নিতে আসা সকল রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা ওঔষধ প্রদান করা হয়।