Monday, September 9, 2024
বাড়িখবররাজ্যবিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে হাইকোর্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের বৃক্ষরোপণ অনুষ্ঠান

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে হাইকোর্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের বৃক্ষরোপণ অনুষ্ঠান

গোটা বিশ্বের সাথে রাজ্যে ও যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। এটি জাতিসংঘের পরিবেশ কর্মসূচি কর্তৃক প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক দিবস, যার উদ্দেশ্য বিশ্বব্যাপী পরিবেশ সচেতনতা এবং কার্যক্রম বৃদ্ধি করা। প্রতি বছর এই দিনটির জন্য একটি বিশেষ থিম নির্ধারণ করা হয়, যা পরিবেশের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জের উপর আলোকপাত করে। বিশ্ব পরিবেশ দিবসের মাধ্যমে বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান, এবং ব্যক্তিরা পরিবেশ সুরক্ষা ও সংরক্ষণে অংশগ্রহণ করে এবং সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কার্যক্রম ও প্রচারণা পরিচালনা করে থাকে। তারই পরিপ্রেক্ষিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে হাইকোর্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে রামনগর তিন নাম্বার রোড স্থিত হাইকোর্ট কোয়াটার কমপ্লেক্স বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাইকোর্টের প্রিন্সিপাল সেক্রেটারি ধীমান দেববর্মা ও হাইকোর্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের উত্তম কুমার সাহাসহ সভাপতি সন্দীপ দে সহ অন্যান্য কর্মকর্তারা। এদিন সংবাদমাধ্যমকে হাইকোর্ট অ্যাপ্লাইস অ্যাসোসিয়েশনের সভাপতি জানান গোটা বিশ্বে যে বিশ্ব উষ্ণায়ন চলছে সেই ক্ষতিকর দিকগুলিকে কাটানোর উদ্দেশ্যে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া এবং ভবিষ্যতে আরো কিছু কিছু জায়গা বের করে সেখানেও হাইকোর্ট এমপ্লয়িজ এসোসিয়েশন বৃক্ষরোপনের মতো কর্মসূচি হাতে নেবেন বলে জানিয়েছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

18 + four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য