অটল জলধারা মিশনে চলতি অর্থবছরের ৬ মার্চ পর্যন্ত মোট ৩,৪২,৮২০ টি বাড়িতে বিনামূল্যে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে । এই মিশনে গত ১ মার্চ থেকে ৬ মার্চ পর্যন্ত ২,৫৩১ টি বাড়িতে বিনামূল্যে পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে । এর মধ্যে উত্তর ত্রিপুরা জেলায় ৬০৫ টি , পশ্চিম ত্রিপুরা জেলায় ৫৬৩ টি , ঊনকোটি জেলায় ২০৪ টি , সিপাহীজলা জেলায় ২২৪ টি , ধলাই জেলায় ২৩৩ টি , গোমতী জেলায় ৩০৯ টি , খোয়াই জেলায় ১২২ টি , দক্ষিণ ত্রিপুরা জেলায় ২৭১ টি সংযোগ দেওয়া হয়েছে । পানীয়জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানানো হয়েছে ।