ভাড়া বাড়ি থেকে এক গৃহবধূ ঝুলন্ত দেহ উদ্ধার ঘটনা রাজধানীর শিবনগর এলাকায় গৃহবধূর মৃতদেহ উদ্ধার নিয়ে স্বামীর বিরুদ্ধে অভিযোগের তীর উড়তে শুরু করেছে।সোমবার সকালে ভাড়া বাড়ি থেকে এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ ঘটনার রাজধানীর শিবনগর এলাকার সাহা বাড়িতে মৃত গৃহবধূর নাম পায়েল পাল বয়স আনুমানিক ২১ বছর স্বামীর নাম অনিক বনিক। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পূর্ব থানার পুলিশ এই ঘটনা প্রসঙ্গে বাড়ির পাশের ঘরের এক ভাড়াটিয়া জানান তিনি কিছু জানেন না সকাল 9 টা নাগাদ স্নান করার সময় মালিকের এক কর্মচারী তাকে এই ঘটনা জানেন তিনি আরো জানান সোমবার সকাল সাতটা নাগাদ মিতার স্বামী অনিক বণিককে বাচ্চাটিকে নিয়ে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখেন তিনি।এদিকে মিতার স্বামী অনেক বণিক জানান রবিবার রাতে তিনি বাসায় ছিলেন না একটি বেসরকারি হাসপাতালে এক নিকট আত্মীয়র সাথে ছিলেন সোমবার সকালে ঘরে ফিরে তিনি লক্ষ্য করেন ঘরের দরজা খোলা তার শিশুসন্তানটি কান্নাকাটি করছে ঘরে গিয়ে তিনি এই অবস্থা দেখেই ভয় পেয়ে বাচ্চাটিকে নিয়ে অন্যত্র চলে যান তিনি এদিন অনিক বণিক আরো জানান সংসারে কোন অশান্তি ছিল না তবে তার স্ত্রী অহেতুক তাকে সন্দেহ করতো বিষয়টি নিয়ে কিছুটা ঝামেলা ছিল।
এদিকে এলাকাবাসী সূত্রে জানা গেছে মৃত গৃহবধূ পায়েল পাল বাবার বাড়ি বাংলাদেশে যদিও মিতার স্বামী অনিক বণিক জানান তার শ্বশুরবাড়ি বিশালগড় এলাকায়, স্বামী অনেক বণিকের কথাবার্তায় প্রচুর অসঙ্গতি প্রকাশ পেয়েছে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালে পাঠায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পূর্ব থানার পুলিশ।