SLUG-.. SLUG-.. BIDHA JOTI……
বিদ্যা জ্যোতি প্রকল্প এবং জাতীয় শিক্ষানীতি বাতিল করা সহ ৮ দফা দাবির ভিত্তিতে সোমবার মধ্যশিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করলো অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির রাজ্য শাখা ।এই ডেপুটেশন কর্মসূচি উপলক্ষে এদিন সংগঠনের নেতৃবৃন্দ দাবির সমর্থনে বুকে পোস্টার জড়িয়ে শিক্ষা ভবনের সামনে সমবেত হন এবং বিক্ষোভ প্রদর্শন করেন। পরে সেখান থেকে এক প্রতিনিধি দল মধ্যশিক্ষা অধিকর্তার সাথে দেখা করে স্মারকলিপি প্রদান করেন ।এই কর্মসূচি প্রসঙ্গে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির রাজ্য শাখার সম্পাদক অসিত দাস জানান, বিদ্যাজ্যোতি প্রকল্প এবং জাতীয় শিক্ষানীতি শিক্ষা ব্যবস্থাকে বেসরকারিকরণের দিকে ঠেলে দিচ্ছে ।শিক্ষা ব্যবস্থায় বেসরকারিকরণ রুখতেই তারা এই দাবীতে সোচ্চার হয়েছেন বলে জানান তিনি।