আবারো অবৈধ অনুপ্রবেশের দায়ে আগরতলা রেলস্টেশন থেকে তিনজন বাংলাদেশী মহিলা ও এক যুবককে আটক করেছে জিআরপি। তাঁদের কাছ থেকে বৈধ নথিপত্র পাওয়া যায়নি বলে জানিয়েছেন জিআরপি থানার ওসি তাপস দাস।আগরতলা রেল স্টেশনকে ব্যবহার করে প্রতিনিয়ত বহিঃরাজ্যে আদান প্রদান হচ্ছে গাঁজা সহ বিভিন্ন নেশা সামগ্রী। তেমনি অবৈধভাবে বাংলাদেশি নাগরিকরা বহিঃরাজ্যে পারাপারের জন্য আগরতলা রেলস্টেশনকে ব্যবহার করে থাকে। যা রাজ্য সহ দেশের নিরাপত্তা ব্যবস্থার পক্ষে খুবই বিপদজনক। গতকাল সন্ধ্যায় এমনই ঘটনায় রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আবারো প্রশ্ন উঠেছে। বিএসএফের কড়া নজরদারি ফাঁকি দিয়ে সীমান্ত ডিঙিয়ে অনুপ্রবেশ গভীর উদ্বেগের বলে জনসাধারণের চর্চায় উঠে এসেছে। এদিন জিআরপি থানার ওসি তাপস দাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে আগরতলা রেলস্টেশন থেকে কিছু বাংলাদেশী নাগরিক বহিঃরাজ্যের উদ্দ্যেশে রওয়না দেবেন। সে খবরের ভিত্তিতে আগরতলা রেল স্টেশনে সাদা পোশাকে পুলিশ উৎ পেতে বসে থাকে। তারপর রেলস্টেশনে তিনজন মহিলা এবং একজন পুরুষ তারা রেলস্টেশন চত্বরে ঘোরাঘুরি করতে দেখে রেল পুলিশের সন্দেহ হয়। প্রথমে তাদের গন্তব্য কোথায় জিজ্ঞেস করা হলে সকলেরই বয়ানে অসংলগ্নতা পাওয়া যায়। তখনই তাদেরকে আটক করে জিআরপি থানায় নিয়ে গিয়েছে। পুলিশী জিজ্ঞাসাবাদে তাঁরা বাংলাদেশী বলে স্বীকার করে। তাদের কারো কাছে বৈধ কাগজ নেই। তিনি আরো জানিয়েছেন, ধৃতরা হলেন, সুখলাল দেবনাথ, রোজিনা বেগম,রুমা আক্তার এবং কাকলি বেগম। তাদের বিরোধে আগরতলা জিআরপি থানায় একটি মামলা নেওয়া হয়েছে।