আগ্নেয়াস্ত্র ও নেশা দ্রব্য সহ গ্রেফতার কুখ্যাত নেশা কারবারি ।ধৃত নেশা কারবারির নাম সুন্দর আলী। আমতলী থানাধীন মতিনগর এলাকা থেকে পুলিশ এবং বিএসএফের যৌথ অভিযানকারী দল তাকে গ্রেফতার করে ।আমতলী থানাধীন মতিনগর সীমান্তে একটি বাড়ি থেকে উদ্ধার প্রচুর নেশাদ্রব্য, আগ্নেয়াস্ত্র ,দুটি ম্যাগাজিন ৮ রাউন্ড তাজা কার্ট সহ বাংলাদেশি টাকা এই ঘটনায় এক কুখ্যাত মাদক কারবারি কে গ্রেফতার করেছে পুলিশ । ধৃত নেশা কার বাড়ির নাম সুন্দর আলী আমতলী থানার পুলিশ এবং রায়ের মুরা বিওপির বিএসএফ জোয়ানরা যৌথভাবে তলাচি চালিয়ে কুখ্যাত নেশাকারবারি সুন্দর আলীকে জালে তুলে বৃহস্পতিবার আমতলী থানায় আহত এক সাংবাদিক সম্মেলনে পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার কে এই সংবাদ জানান তিনি জানান রাত তিনটা নাগাদ গোপন সংবাদে বিষয়টি জানতে পারে মতিনগর সীমান্তের রায়ের মুরা বিওপির বিএসএফ জোয়ানরা তারা বিষয়টি আমতলী থানায় জানান পরে আমতলী থানা ও বিএসএফ জওয়ানরা যৌথভাবে মতিনগর সীমান্তে মতি নগর স্কুল সংলগ্ন এলাকায় কুখ্যাত নেশা কারবারি সুন্দর আলীর বাড়ি ঘেরাও করে তল্লাশি চালায় ।তল্লাশি অভিযানে তার বাড়ি থেকে একটি ৭.৬৫ MM অত্যাধুনিক পিস্তল, দুটি পিস্তলের ম্যাগজিন সহ আট রাউন্ড তাজা কার্তু উদ্ধার করা হয় ।পাশাপাশি তার বাড়ি থেকে ৫৯ হাজার ২০০ টি ইয়াবা ট্যাবলেট ,৫০ টি ফেনসিডিল ,বাংলাদেশী নগদ ২৩ হাজার টাকা এবং টাকা গণনার একটি মেশিন উদ্ধার করা হয়। সাংবাদিক সম্মেলনে জেলা পুলিশ সুপার আরো জানান ,ধৃত সুন্দর আলীকে বৃহস্পতিবারই পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলা হবে ।পুলিশ রিমান্ডে রেখে তাকে জিজ্ঞাসাবাদ চালানো হবে।সাংবাদিক সম্মেলনে পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার কে জানান, সুন্দর আলীর বাড়ি থেকে উদ্ধার করা নেশা সামগ্রীর আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা। তিনি জানান,গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।