সর্বধর্মাবলম্বীদের উপস্থিতিতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৈচিত্রের মধ্যে ঐক্য পরিলক্ষিত হল রাজধানীর বেনুবন বুদ্ধ বিহারে। এই উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান।বৃহস্পতিবার ২৫৬৮ তম বুদ্ধ জয়ন্তী ।ভগবান বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ এবং মহাপরিনির্বাণ লাভ হয় এই পূর্ণ তিথিতে। ভারত সহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রেই এদিন বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় বুদ্ধ জয়ন্তী। বৃহস্পতিবার রাজ্যেও যথাযথভাবে বুদ্ধ জয়ন্তী উদযাপিত হয় ।এর মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রাজধানীর বেনুবন বুদ্ধ বিহারে। এখানে সকাল থেকে শুরু হয় গোটা বিশ্ব এবং বিশ্বের সমস্ত প্রাণীদের মঙ্গল কামনায় প্রার্থনা সভা ।প্রার্থনা সভায় প্রচুর সংখ্যক বুদ্ধ ধর্মাবলম্বীরা যোগদান করেন। বেলা বাড়ার সাথে সাথেই বুদ্ধ ধর্মাবলম্বী ছাড়াও অন্যান্য ধর্মাবলম্বীর লোকেরাও ভিড় জমান বেনুবন বুদ্ধ বিহারে। বিভিন্ন ধর্মাবলম্বী জনগণের উপস্থিতিতে এদিন বৈচিত্রের মধ্যে ঐক্যের ভাব ফুটে উঠে বেনুবন বুদ্ধ বিহারে। এই প্রসঙ্গে বেনুবন বুদ্ধ বিহারের অধ্যক্ষ জানান ,বুদ্ধধর্ম শান্তির প্রতীক ।তাই সব ধর্মের, সব বর্ণের ,সব জাতির মানুষই এখানে সমবেত হন।বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বুধবার থেকেই বেনুবন বুদ্ধ বিহারে ধর্মীয় অনুষ্ঠান শুরু হয়। বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা সভা। বৃহস্পতিবার সকালেও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। বুদ্ধপূর্ণিমা উপলক্ষে প্রতি বছরের মত এবারো বেনুবন বুদ্ধ বিহারে বিভিন্ন ধর্মীয় কর্মসূচি আয়োজন করা হয়েছে।