Wednesday, October 23, 2024
বাড়িখবররাজ্যমুসলিম সম্প্রদায়ের মধ্যে ওবিসি সার্টিফিকেট প্রদান ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে প্রদেশ ওবিসি...

মুসলিম সম্প্রদায়ের মধ্যে ওবিসি সার্টিফিকেট প্রদান ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে প্রদেশ ওবিসি মোর্চা

পশ্চিমবঙ্গ তৃণমূল সরকারের মুসলিম সম্প্রদায়ের মধ্যে ওবিসি সার্টিফিকেট প্রদানের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে প্রদেশ ওবিসি মোর্চা। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে ওবিসি মোর্চার নেতৃবৃন্দ জানান ,ভোট ব্যাংকের কথা মাথায় রেখে বাংলাদেশ থেকে আগত অনুপ্রবেশকারীদের ওবিসি সার্টিফিকেট বিতরণের ঘটনা দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রেও ভয়ঙ্কর।সম্প্রতি কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গ সরকারের ২০১০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রদান করা সমস্ত ওবিসি সার্টিফিকেট অবৈধ বলে ঘোষণা করেছে ।কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে ।এর ফলে প্রায় পাঁচ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেছে ।পশ্চিমবঙ্গ তৃণমূল সরকারের এই ধরনের অনৈতিক উদ্যোগের তীব্র নিন্দা জানিয়েছে ত্রিপুরা প্রদেশ ওবিসি মোর্চা ।মঙ্গলবার বিজেপির রাজ্য দপ্তরে আহুত এক সাংবাদিক সম্মেলনে রাজ্য ও বি সি মোর্চার পক্ষে টিটিডিসি’র চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি জানান ,ভোট ব্যাংকের কথা মাথায় রেখে প্রকৃত ওবিসিদের বঞ্চিত করে মুসলিম সম্প্রদায়কে ওবিসি সার্টিফিকেট বিতরণ করেছে পশ্চিমবঙ্গ তৃণমূল সরকার। তিনি আরো জানান, ভারতবর্ষের মতো একটি ধর্মনিরপেক্ষ দেশে এই ধরনের ধর্মের ভিত্তিতে সংরক্ষণের কোন সুযোগ নেই ।পশ্চিমবঙ্গ তৃণমূল সরকার নিলজ্জভাবে এই কাজ করেছে বলেও অভিযোগ করেন ওবিসি মোর্চার প্রাক্তন রাজ্য সভাপতি তথা টিটিডিসি’র চেয়ারম্যান রঞ্জন ঘোষ।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ওবিসি মোর্চার রাজ্য সভানেত্রী ,প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ , ওবিসি- কমিশনের রাজ্য চেয়ারম্যান তথা প্রদেশ বিজেপি সম্পাদক তাপস মজুমদার প্রমুখ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

14 + one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য