প্রতিবারের মত এবারও সিবিএসই পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় ভাল ফলাফল করলো বিবেক নগরস্থিত রামকৃষ্ণ মিশন বিদ্যালয়। Cbse পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় উত্তর পূর্বাঞ্চলে প্রথম স্থান অধিকার করলো রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের কৃতী ছাত্র অদ্রিরাজ সাহা। সে ৯৯.২% অনুসারে ৫০০ মধ্যে ৪৯৬ নম্বর পেয়েছে। অদ্রিরাজের এই সাফল্যে খুশীর হাওয়া রামকৃষ্ণ মিশন বিদ্যালয় চত্বরে। বলা বাহুল্য রামকৃষ্ণ মিশন বিদ্যালয় শুধু লেখাপড়া নয় অন্যান্য ক্ষেত্রেও নিজেদের প্রতিভার পরিচয় দেয়। পড়ালেখার পাশাপাশি ছাত্রদের খেলাধুলাসহ অন্যান্য ক্ষেত্রেও মনোনিবেশ করার উৎসাহ প্রদান করে থাকেন বিদ্যালয়ের মহারাজ থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা। ছাত্রদের সুন্দর ভবিষ্যৎ গড়ার দিকে ছাত্রদের পথ প্রদর্শকের ভূমিকা পালন করে থাকেন রামকৃষ্ণ মিশন বিদ্যালয় কতৃপক্ষ।