রাজ্যে জ্বালানি সংকটের প্রতিবাদ জানিয়ে সমস্যার দ্রুত সুরাহার দাবিতে এবার রাজধানীর রাজপথে নামলেন বাম ছাত্র-যুবরা। শনিবার বিকেলে শহরে বিক্ষোভ মিছিল করেন তারা।চারটি বামপন্থী ছাত্র-যুব সংগঠন ডিওয়াইএফআই, টিওয়াইএফ,এসএফআই, টিএসইউ-র তরফে হয় মিছিল।মেলারমাঠ ছাত্র-যুব ভবনের সামনে থেকে বের হয় মিছিল।পেট্রোল- ডিজেলের সংকট নিরসনে সরকারের ভূমিকায় ক্ষোভ উগরে প্ল্যাকার্ড হাতে নিয়ে বাম ছাত্র যুবরা মিছিল করেন। শহরের বিভিন্ন রাজপথ ঘুরে ফের ছাত্র-যুব ভবনের সামনে শেষ হয়।ডিওয়াইএফআই-র রাজ্য সভাপতি ও সম্পাদক জ্বালানি সমস্যা নিয়ে সরকারের ভূমিকায় ক্ষোভ জানান। তাদের অভিযোগ একপক্ষকাল ধরে সমস্যা চললেও কুম্ভনিদ্রায় সরকার। মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন প্রতিদিন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে। তাদের আরও অভিযোগ সরকারের উদাসীনতার ফলে জ্বালানি সংকট তীব্র হয়েছে। দ্রুত সমস্যা সুরাহার দাবি জানান। যুব নেতৃত্ব অভিযোগ করেন বাম সরকারের সময়ে সেকেরকোটে জ্বালানির যে বাফারস্টক তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছিল আই ও সি-র সঙ্গে আলোচনাক্রমে তাও ডাবল ইঞ্জিনের সরকার ৬ বছরে তৈরি করতে পারেনি। এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই-র রাজ্য সভাপতি পলাশ ভৌমিক,সম্পাদক নবারুণ দেব, এস এফ আই-র রাজ্য সভাপতি সুলেমান আলি, সম্পাদক সন্দীপন দেব, টিওয়াই এফ-র কেন্দ্রীয় কমিটির সভাপতি কৌশিক রায় দেববর্মা, টিএসইউ-র সভাপতি নেতাজী দেববর্মা, সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা সহ অন্যরা।