বহিরাজ্যে পরীক্ষা দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মৃত দ্বীপ রাজ দেববর্মার শোকসন্তপ্ত পরিবারে সরকারি চাকরি প্রদানের দাবি ক্রমশই জোড়ালো হচ্ছে। রবিবার এই দাবি তুলেছে বামপন্থী দুই ছাত্র যুব সংগঠন টি এস ইউ এবং টি ওয়াই এফ। সম্প্রতি রাজ্যের স্টেট কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের নিয়োগ পরীক্ষা দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ধলাই জেলার কমলপুর মহকুমার দ্বীপরাজ দেববর্মা নামে এক যুবক। এই দ্বিপরাজ দেববর্মার শোকসন্তপ্ত পরিবারের একজনকে সরকারি চাকরি প্রদানের দাবি উঠছে বিভিন্ন মহল থেকে ।রবিবার সন্ধ্যায় প্রয়াত দ্বীপরাজ দেববর্মা কে শ্রদ্ধা জানাতে বামপন্থী ছাত্র যুব সংগঠন টি এস ইউ এবং টি ওয়াই এফ এর যৌথ উদ্যোগে আগরতলায় এক মৌন মিছিলের আয়োজন করা হয় ।মৌন মিছিলটি রাজধানীর কর্নেল চৌমুহনী থেকে শুরু হয়ে স্বামী বিবেকানন্দ ময়দানে গিয়ে সমাপ্ত হয় ।সেখানে স্বামী বিবেকানন্দের পাদদেশে প্রয়াত দ্বীপ রাজ দেববর্মার প্রতিকৃতি রেখে সেই প্রতিকৃতি সামনে মোমবাতি জ্বালিয়ে সংগঠনের কর্মী সমর্থকরা শ্রদ্ধা জ্ঞাপন করেন ।এই প্রসঙ্গে রাজ্য সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করে সংগঠনের নেতৃত্ব জানান, দীপরাজ দেববর্মা নাটক করতে গোহাটি যান নি। তিনি পরীক্ষা দিতে গিয়েছিলেন ।কিন্তু এই মর্মান্তিক ঘটনায় রাজ্য সরকার এখনো মুখে কলুপ এটে রয়েছে ।অবিলম্বে রাজ্য সরকারকে নিহত দ্বীপরাজ দেববর্মার শোকসন্তপ্ত পরিবারের একটি সরকারি চাকরির প্রধান করতে হবে বলেন জানান তিনি।
উল্লেখ্য যে , সম্প্রতি যুব কংগ্রেসের পক্ষ থেকেও ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংকের সদর দপ্তরে একই দাবিতে বিক্ষোভ প্রদর্শন ও স্মারকলিপি প্রদান করা হয়। আরো কয়েকটি সংগঠনও একই দাবি উত্থাপন করেছে। সব মিলিয়ে বলা যায় যে, নিহত দ্বীপ রাজ দেববর্মার পরিবারে সরকারি চাকরি প্রদানের বিষয়টিকে কেন্দ্র করে রাজ্যে আরও একটি যৌথ আন্দোলন সংগঠিত হতে চলছে।