রাজনৈতিক দল হলেও জনসেবাই বিজেপির মুখ্য উদ্দেশ্য ।বুধবার ৭ রামনগর মন্ডলের উদ্যোগে আয়োজিত মেগা রক্তদান শিবিরের উদ্বোধন করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ।এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য , আগরতলা পৌর নিগমের মেয়র তথা সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী দীপক মজুমদার সহ এলাকার কর্পুরেটররা।
গোটা দেশজুড়ে নির্বাচনী আবহ চলছে।। এর ব্যতিক্রম নয় রাজ্য ও।সম্প্রতি দুই দফায় রাজ্যের দুটি লোকসভা কেন্দ্র এবং ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই সময়েই গত ১৮ দিন ধরে চলছে প্রচন্ড দাবদাহ ।আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকায় একদিকে সোলার রেডিয়েশন এবং অপরদিকে বাতাসের আদ্রতা-এই সময়ে জনজীবনকে ব্যতিব্যস্ত করে তুলেছে,। এই অবস্থায় রাজ্যের ব্লাড ব্যাংক গুলিতে রক্ত সংকট চলছে ।এই রক্ত সংকট দূরীকরণের লক্ষ্যে বুধবার বিজেপির ৭ রামনগর মন্ডল কমিটির উদ্যোগে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয় ।এই শিবিরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ,রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য ,আগরতলা পৌর নিগমের মেয় র তথা সাত রামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী দীপক মজুমদার সহ অন্যান্যরা ।এই মেগা রক্তদান শিবিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন ,বিজেপি একটি রাজনৈতিক সংগঠন হলেও রাজনৈতিক কর্মকাণ্ড থেকে জনসেবাই দলের মুখ্য। কারণ সেবাই এই দলের ধর্ম। মুখ্যমন্ত্রী আরও বলেন, বিজেপি দলের কর্মী সমর্থকরা বছরের ৩৬৫ দিনই মানুষের পাশে থেকে সমাজসেধামূলক কাজকর্মে জড়িত থাকেন ।আজকের এই মেগা রক্তদান কর্মসূচি তারই একটি প্রমাণ বলে উল্লেখ করেন মুখ্য মন্ত্রী। মুখ্যমন্ত্রী আরও বলেন ,রক্তের কোন বিকল্প নেই ।মানুষের শরীরে এর উৎপত্তি এবং মানুষই একমাত্র রক্ত দিতে পারে ।তাই রক্তদানের চেয়ে বড়দান আর কিছু হতে পারে না।এই মেগা রক্তদান শিবিরে বক্তব্য রাখেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য ।এই দাবদাহের মধ্যে ৭ রামনগর মন্ডল কমিটির মহৎ কর্মসূচি প্রশংসার দাবি রাখে বলে অভিমত ব্যক্ত করেন তিনি ।পাশাপাশি প্রচন্ড দাবদাহে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মী সমর্থকরা বিভিন্ন রকম সামাজিক কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ।এর জন্য কর্মী সমর্থকদের অভিনন্দন জানান বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য।এই মেগা রক্তদান কর্মসূচিকে কেন্দ্র করে বিজেপির ৭ রামনগর মন্ডলের কর্মী সমর্থকদের উৎসাহ এবং উদ্দীপনা ছিল লক্ষণীয়।